পত্নীতলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০:১৯ পিএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
পত্নীতলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা

 নওগাঁর পত্নীতলায় মঙ্গলবার রাতে নিজ বাড়ির সামনে গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ওমর ফারুক ডালিম (৩৬) নামে এক যুবক আত্নহত্যা করেছে বলে জানা গেছে। নিহত ডালিম উপজেলার পাটিচরা গ্রামের গহির উদ্দীন মোল্লার ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১১টার সময় পথচারিরা রাস্তা দিয়ে যাওয়ার সময় মৃত ডালিমের বাড়ির সামনে আম গাছের নীচে শিশুদের খাবার পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁরা খাবার মালিককে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে আম গাছের ডালে ডালিমকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় পথচারিরা চেঁচামেচি শুরু করলে পরিবারের সদস্যসহ গ্রামবাসীরা ছুটে আসেন এবং গাছ থেকে ডালিমের লাশ নামান। এ বিষয়ে পত্নীতলা থানা অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্নহত্যা তা খতিয়ে দেখা হবে। 


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে