সিংড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৭ পিএম
সিংড়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ বলেছেন, একমাত্র বিএনপিই পারে এদেশের মানুষকে বাঁচাতে ও এই দেশ রক্ষা পারে। অন্য কোন দলের কাছে এদেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। বিএনপির প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা জন্ম হয়েছে। বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠ এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মাঠে গিয়ে শেষ হয়।

আর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইউসুফ আলী বলেন, ৭৮ এ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুজিববাদী ফ্যাসিবাদকে কবর দিয়েছিলেন ঠিক তেমনি ২০২৫ এ তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি দিয়ে যুগের মহাস্কারক হিসেবে আবির্ভূত হয়েছেন। তারেক রহমানের এই কর্মসূচি এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন।

সমাবেশে সিংড়া উপজেলা বিএনপির আহবায়ক ফয়জুননেছা পুতুলের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক তিন বারের সাংসদ অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ ছাড়াও আরো বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইউসুফ আলী, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সদস্য আহবায়ক সাখাওয়াত হোসেন, সদস্য সচিব তায়েজুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক ভিপি শামীম হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট।


আপনার জেলার সংবাদ পড়তে