পাকুন্দিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১০ পিএম | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১০ পিএম
পাকুন্দিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির একাংশের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি কামাল উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, চরফরাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভিপি মো. কামাল উদ্দিন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দল প্রতিষ্ঠার পর থেকে বেশ কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও নানা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে বিএনপিকে। হামলা-মামলা, গুম-খুন-নির্যাতন ও দল ভাঙার চেষ্টা করেছে আওয়ামীলীগ। সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে দলের পক্ষে কাজ করার আহবান জানান তিনি। 

উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান মেম্বারের সভাপতিত্বে জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ রেজা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আ. কদ্দুছ মোমেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আমিনুল হক জর্জ, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জসিম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় মিছিলে মিছিলে বাদ্যযন্ত্র সহকারে অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে