আগৈলঝাড়ায় ভিডব্লিউবি কার্ডধারী দুঃস্থ মহিলাদের চাল বিতরণ

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:১১ পিএম
আগৈলঝাড়ায় ভিডব্লিউবি কার্ডধারী দুঃস্থ মহিলাদের চাল বিতরণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারী  দুঃস্থ মহিলাদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকাল থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩৯৫টি পরিবারের মাঝে জুলাই ও আগষ্ট-২০২৫ প্রতি মাসে ৩০ কেজি করে দুই মাসের ৬০কেজি চাল দেয়া হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বণিক।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ দৌলাতুন নেছা নাজমা, ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন ইউনিয়ন সমাজ কর্মী নাজমুল আলম, বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস, বাকাল ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুবর্না মন্ডল। এসময় চেয়ারম্যান বিপুল দাস বলেন, সরকারের এই সহায়তা কর্মসূচি অসহায় পরিবারের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা স্বচ্ছতার সাথে তালিকা প্রণয়ন করেছি। যাতে প্রকৃত উপকারভোগীরা এই সুবিধা পান। পরে ইউএনও লিখন বণিক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দুঃস্থ ও অসহায় নারীদের সক্ষমতা অর্জনে সরকারের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে বন্টন নিশ্চিত করার ব্যপারে গুরুত্বারোপ করেন। চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রামপুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে