চেতনা নাশক ওষুধ ছিটিয়ে একই পরিবারের ৪জনকে অজ্ঞান করে সর্বস্ব লুটের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ সেপ্টেম্বর ) রাত ১টার দিকে কলারোয়া উপজেলার দেয়াড়ার ৯নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটেছে। রাতে বাড়িতে লোক ঢ়ুকেছে বলে ডাকাডাকি শুরু করলে দুর্বৃত্তরা ঘরের মধ্য স্প্রে করে দেয়। পরে একে একে বাড়ির সকলে অজ্ঞান হয়ে পড়ে। এক পর্যায়ে প্রতিবেশীরা ডাকাডাকির সংবাদ পেয়ে ঘরের মধ্যে অচেতন অবস্থায় গোলাম মোস্তফা খান (৪৫), তহমিনা খাতুন (২৯), মেজবাহ (৪) গোলাম মোস্তফা খানের শাশুড়ি (৬০) দেখতে পায়। সাথে সাথে তাদের উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদিকে সমাজসেবক নুরুজ্জামান জানান, প্রতিদিনের ন্যায় তারা রাতের খাওয়া শেষ করে বাড়িতে ঘুমিয়ে পড়ে। রাত ১টার দিকে প্রতিবেশি লম্পট আবু দাউদ (৪২) ও আয়জুল (৩৫) তাদের বাড়িতে আসে। এর মধ্য আবু দাউদ ঘরের মধ্য প্রবেশ করে আর আয়জুল বাড়ির বাহিরে পাহারা দেয়। এক পর্যায়ে বাড়ির লোকজন জানতে পেরে ডাকাডাকি শুরু করলে আবু দাউদ ঘরের মধ্য স্প্রে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গ্রামবাসী ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে। ওই রাতে গ্রামবাসী তাকে মারধোর দিয়ে ছেড়ে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলাম জানান- এখনো পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের হয় নাই। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।