রাজশাহীর বাঘায় সাজাপ্রাপ্ত আসামী সবুজ আলীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সবুজ আলী উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামের খাজের প্রামানিকের ছেলে। এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আফম আসাদুজ্জামান বলেন, সবুজ আলী মাদকদ্রব্য কেনাবেচা ও ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে এক বছরের সাজা দেন। এরপর থেকে থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সোমবার তার নিজ বাড়ি থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে করে গ্রেফতার করা হয়েছে।