শরণখোলায়

ইভলভ প্রকল্পের কার্যক্রম মজবুত ও টেকসইকরণে পরামর্শক কর্মশালা

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৬ পিএম
ইভলভ প্রকল্পের কার্যক্রম মজবুত ও টেকসইকরণে পরামর্শক কর্মশালা

বাগেরহাটের শরণখোলায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করা ইভলভ প্রকল্পের সাড়ে ৩ বছরের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে সমাপ্তি ঘোষনা করেছেন। এ উপলক্ষে প্রকল্পের কার্যক্রম মজবুত ও টেকসইকরণের লক্ষ্যে পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত হয়।

শরণখোলা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলি এস এম মেহেদী হাসান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাইনুল ইসলাম।এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি,ও সিএসও নেটওয়ার্ক কমিটির সদস্য গন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ কুমার ঘোষ ও মাঠকর্মকর্তা মোঃ আজহারুল হক।অনুষ্ঠানে  অতিথি বৃন্দ বলেন সিএসও নেটওয়ার্ক কমিটি শরণখোলা উপজেলায় ইভলভ প্রকল্পের (সি এন আর এস) এর কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও ইউনিয়ন পরিষদ সার্বক্ষণিক সহযোগিতা অগ্রণী ভূমিকা পালন করেন।এ প্রকল্পের রেখে যাওয়া চলমান কার্যক্রম বাস্তবায়ন করতে সম্প্রতি গঠিত উপজেলা কমিটির সদস্যরা সুবিধাবঞ্চিত মানুষের যে কোন সমস্যা সমাধানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা র্সাবিক সহযোগীতার আশ্বাস দেন।মাঠ পর্যায়ে কার্যক্রম চলমান রাখতে ওয়ার্ড ভিত্তিক সংগঠন তৈরি করতে হবে বলে বক্তারা জানান।

অনুষ্ঠানের শেষে এ কার্যক্রম পরিচালনার সুবিধার্থে নথিপত্র ও কর্মপরিকল্পনা নবগঠিত কমিটির উপজেলা সভাপতি সাংবাদিক সাবেরা ঝর্ণার কাছে হস্তান্তর করা হয়।উল্লেখ্য প্রকল্পটির সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর চাহিদা বিবেচনায় নিয়ে জলবায়ুর সংবেদনশীল নীতি প্রণয়ন ও বাস্তবায়ন অবদান রাখে।

আপনার জেলার সংবাদ পড়তে