ভিপি নুরের ওপর হামলা নির্বাচন বানচালের হীন চক্রান্ত: জয়নুল আবদীন ফারুক

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২০ পিএম
ভিপি নুরের ওপর হামলা নির্বাচন বানচালের হীন চক্রান্ত: জয়নুল আবদীন ফারুক

বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ভিপি নুরুল হক নুরকে আহত করে হসপিটালে পাঠানো এটা নির্বাচনকে বানচাল করার জন্য একটি ষড়যস্ত্র এবং বিভিন্ন কায়দায় আওয়ামী লীগকে আবার পুর্নবাসন করার জন্য হীন চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জয়নুল আবদিন ফারুক আরো বলেন, যারা ৭১ এ ভূল করেছে, আর যারা নতুন জন্ম নিয়েছে, তারা নাকি বাংলাদেশে পিআর চায়। পিআর বুঝেন না, কি বুঝেন সরাসরি ভোট। আমরা ব্যালটের মাধ্যমে ভোট চাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। তিনি আরো বলেন কবর থেকে উঠা মরা মানুষের ভোট এ বাংলার মাটিতে আর হবে না। তিনি বিগত সরকারের সাবেক এমপি মোরশেদ আলমতে উদ্দেশ্য করে বলেন বিগত ১৬ বছর বিএনপি নেতাকমীদের হাট-বাজারে উঠতে দেননি। মিথ্যা মামলা ও হামলা করে নেতাকমীদের জেলে ডুকিয়ে রেখেছিলেন। বর্তমানে আপনি জেলে অবস্থান করছেন। বের হওয়ার জন্য সটপট করছেন। মহান আল্লাহ ছাড় দেন কিন্ত ছেড়ে দেননা। বর্তমানে দেশে ন্যায় বিচার চরমান রয়েছে। ন্যায় বিচার হরে আপনি কখনো জেল থেকে বের হতে পারবেননা বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক।

বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপি কর্তৃক আয়োজিত শোভাযাত্রা আলোচনা সভা উপলক্ষে সকাল থেকে বিভিন্ন ব্যানার পেষ্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে সেনবাগের ৯টি ইউনিয়ন একটি পৌরসভা ও পাশ্ববর্তী অম্বরনগর,বারোগাঁও নাটেস্বর থেকে শতশত নেতাকর্মী সেনবাগ পৌর শহরের জড়ো হয়। এরপর জয়নুর আবদিন ফারুকের নেতৃত্বে ডাকবাংলোর সামেনে থেকে শোভাযাত্রাটি থানার মোড়ে  গিয়ে একটি পিকআপের ওপর নির্মিত মঞ্চে সেনবাগ পৌর বিএনপি'র সাবেক আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালা উদ্দিন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব মন্তব্য করেন। 

সমাবেশে উপস্থিত ছিলেন,সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থীমা, জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন সম্পাদক আমিন উল্যাহ বিএসসি, উপজেলা বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইলিয়াছ,ছাতাপাইয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক বাবুল, শহীদ উল্লাহ শহিদ, নুরুন্নবী বাচ্চু, হুমায়ুন কবির হুমু,  সেক্রেটারী আবুল খায়ের, কেশারপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম চৌধুরী, সেক্রেটারী সানজিদ কামাল, ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারী আক্রাম হোসেন, কাদরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার লিটন, অজুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন খান সাধন, সেক্রেটারী মোঃ হারুনুর রশিদ হারুন, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী মোঃ জহিরুল ইসলাম জহিন, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাফর উল্লাহ খান, সেক্রেটারী একরামুল হক সোহাগ, বিজবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের কোম্পানী, সেক্রেটারী বেলাল হোসেন, সেক্রেটারী মাষ্টার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মহিন উদ্দিন মহিন, পৌরসভা যুবদলের আহবায়ক মোকারম হোসেন, সদস্য সচিব এমাম হোসেন, উপজেলা যুবদলেল যুগ্ম আহবায়ক নুরনবী রাজু, উপজেলাস্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান  তুহিন. যুগ্ম আহবায়ক সামছুল হক সামু, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফখরুল ইসলাম রুবেল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সানা উল্লাহ, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


আপনার জেলার সংবাদ পড়তে