বাজিতপুর, কুলিয়ারচর ও নিকলীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৩ পিএম
বাজিতপুর, কুলিয়ারচর ও নিকলীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশ

কিশোরগঞ্জের বাজিতপুর-কুলিয়ারচর-নিকলীতে আজ বুধবার বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এরই অংশ হিসেবে আজ বুধবার বিকাল ৫টার দিকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত এমপি মুজিবুর রহমান মঞ্জুর ছেলে মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এক বিশাল র‌্যালি বাজিতপুর বাজার থেকে পৌর শহরের বিভিন্ন রাস্তায় শ্লোগান বেষ্টিত হাজারো কর্মী সমর্থকদের নিয়ে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদ সরকার ভোট চুরি করে তারা দেশ চালিয়েছে। গত বছরের ৫ই আগস্ট বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনে তাদের মন্ত্রী, এমপিসহ শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়। আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, জেলা মহিলা দলের সহ-সভাপতি বিলকিছ আক্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, শরীফুল ইসলাম চৌধুরী নাদভী, কৌশিক আহমেদ সৌরভ, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল্লাহ জজি, যুবনেতা ফজলে নূর রাব্বি, দিঘীরপাড় ইউনিয়ন যুবনেতা নাছির উদ্দিন সোহাগ, ইমরান হোসেন, ছাত্রদলের জিসান সায়েদসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে