রাজশাহীর মোহনপুর উপজেলায় অভিনব কায়দায় রাতের আঁধারে ব্যবসা প্রতিষ্ঠানের চারটি বৈদ্যুতিক মিটার চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা যোগাযোগের জন্য চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে গেছে। ওই চিরকুটে বিকাশ নম্বর দেওয়া হয়েছে। যোগাযোগ করে তাদের চাহিদামত টাকা পাঠালে মিটার ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৪ টার পর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের কুঠিবাড়ি বাজারের সদর এলাকায় মিটার চুরির ঘটনা ঘটে। এভাবে এক সাথে চুরির ঘটনায় ব্যবসায়ীসহ জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৪ টার পর কুঠিবাড়ি বাজারে সাবেক ইউপি এমাজ উদ্দিন খান, মো: টুকু আহমেদ, রতনের রাইচ মিল ও আশরাফুল ইসলামে বরফ মিলের বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। প্রতিটি মিটারের জায়গায় একটি চিরকুট লিখে ফোন নম্বর দেয়া হয়েছে।
রাইচ মিলের মালিক মো: টুকু আহমেদ বলেন, সকালে চিরকুটে রেখে যাওয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করলে বলেন, ১০ হাজার টাকা বিকাশে পাঠালে আধাঘন্টার মধ্যে মিটার ফেরত দিব।
এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান এমাজ উদ্দিন খানের রাইচ মিলের ম্যানেজার আজাহার আলী বলেন, ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতের আঁধারে বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। কাগজে চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে গেছে তারা। করেছে। মোবাইল নম্বরে বিকাশ করলে মিটার ফেরত দেয়ার কথা চিকরুটে জানিয়ে দুর্বৃত্তরা। সকালে পল্লি বিদ্যুতের লোক এসে সংযোগ বিচ্ছিন্ন করেছেন। অপরদিকে বুধবার সকালে মোহনপুর সদরে প্রাইভেট কোচিং সেন্টারের সামনে থেকে কামাল হোসেন নামের এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, মিটার চুরির বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। তবে মোটরসাইকেল চুরির বিষয়ে এখনো অভিযোগ হয়নি। মিটার ও মোটরসাইকেল চুরির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এর সাথে জড়িতদের দ্রুত আটকের চেষ্টা করা হচ্ছে।