পলাশবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫২ পিএম
পলাশবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌমাথা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, বৈদেশিক বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আনজু, সাংগঠনিক সম্পাদক মোতাল্লিব সরকার বকুল, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক হযরত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আব্দুল মমিন মন্ডল, উপজেলা তাঁতী দলের আহবায়ক মিলন মিয়া, উপজেলা ছাত্রদল আহবায়ক আরিয়ান সরকার আরিফ ও সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ প্রমুখ। 

প্রধান অতিথি জেলা সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু অনুষ্ঠানের মাধ্যমে গত দেড়যুগব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে। তিনি আরো বলেন, গত ১৫ বছর কিন্তু তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে লুকিয়ে ছিলেন। গত ৫ আগস্টের আগে যারা নিক্রিয় ছিলেন, লুকিয়ে ছিলেন তারা এখন সরব হয়েছেন। এখন তারা পতিত ফ্যাসিস্টের এজেন্টা বাস্তবায়ন করতে বিএনপির মধ্যে ফিরে এসে বির্শৃঙ্খলা সৃষ্টির পায়তারা করেছে। এ ব্যাপারে তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে