সেনবাগে টানা ৪০দিন জামাতে নামাজ আদায়ে বাইসাইকেল পেল ৭ কিশোর

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৩ পিএম | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৩ পিএম
সেনবাগে টানা ৪০দিন জামাতে নামাজ আদায়ে বাইসাইকেল পেল ৭ কিশোর

নোয়াখালীর সেনবাগে ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট পশ্চিম পাড়া এলাকায় বায়তুন নূর জামে মসজিদের উদ্যোগে তরুণ প্রজন্মকে মসজিদমুখী করতে টানা ৪০ দিন তাক্বীরে উলার সহিত জামাতে নামাজ আদায়কারী ৭ কিশোরদের মাঝে বাইসাইকেল পুরস্কার প্রদান করেছেন, যুক্তরাজ্যপ্রবাসী ও মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা হোসেন পরিবারের সন্তান মোঃ শহিদ উল্যাহ্। শুরুতে ১৫ জন কিশোর প্রতিযোগিতায় অংশ নিলেও শেষ পর্যন্ত ৭জন কিশোর টানা চল্লিশ দিন তাক্বীরে উলার সহিত নামাজ আদায় করে ৭ জন বিজয়ী হন। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে এ উপলক্ষে আয়োজিত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় কেশারপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল হক সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীরকোট জনকল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইউনূছ পাটওয়ারী বাচ্চু। এসময় বায়তুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক মাষ্টার শাহাদাত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সেনবাগের পরিচালক মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল হক, চৌধুরী মেম্বার, বাদল পাটওয়ারী সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নামাজ মানুষের জীবনে আত্মিক ও নৈতিক পরিবর্তন আনে। নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে শুধু ব্যক্তিগত জীবন নয়, পরিবার ও সমাজেও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। যুবসমাজকে আল্লাহর পথে এগিয়ে আনতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। 

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মসজিদমুখী করতে হলে ইমাম-মুয়াজ্জিন ও সমাজের দায়িত্বশীলদের পাশাপাশি প্রবাসীদেরও এগিয়ে আসতে হবে। এ ধরনের উপহার বিতরণ কর্মসূচি তরুণদের নামাজের প্রতি আগ্রহী করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

আপনার জেলার সংবাদ পড়তে