সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।
অভিযানে জানা যায়, স্থানীয় মর্তুজা হাসান নামে এক ব্যক্তি অবৈধভাবে টিলা কাটছিলেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আওতায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল বলেন, “পরিবেশ রক্ষা ও টিলা কাটার মতো অপরাধ দমনে গোলাপগঞ্জ উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।” অভিযানে গোলাপগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।