সিলেটে গ্রেপ্তার ‘শুটার রিয়াজ’, রূপগঞ্জ থানায় হস্তান্তর

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০১ পিএম
সিলেটে গ্রেপ্তার ‘শুটার রিয়াজ’, রূপগঞ্জ থানায় হস্তান্তর

সিলেটের গোয়াইনঘাট থেকে ধরা পড়া নারায়ণগঞ্জের কুখ্যাত আসামি শুটার রিয়াজকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল গোয়াইনঘাট থানা থেকে তাকে আনুষ্ঠানিকভাবে নিজেদের জিম্মায় নেয় এবং সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয়। এ সময় তার সঙ্গে থাকা দুই শিশু সন্তানকে মায়ের জিম্মায় দেওয়া হয় বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি মো. তারিকুল ইসলাম।

রিয়াজের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে অন্তত ২২টি মামলা রয়েছে। এর মধ্যে অস্ত্র আইনে ৪টি, মাদক আইনে ৩টি, বিস্ফোরক আইনে ৩টি, চাঁদাবাজিতে ২টি, ডাকাতিতে ১টি এবং মারামারি ও হামলার ঘটনায় ৯টি মামলা অন্তর্ভুক্ত। পুলিশ জানায়, তিনি একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। কখনও ‘রিয়াজ’, কখনও ‘শওকত আলী রিয়াজ’, আবার কখনও ‘শুটার রিয়াজ’ নামে পরিচিত হলেও সব মামলার আসামি একই ব্যক্তি। গত বুধবার বিকেলে সিলেটের গোয়াইনঘাটে স্থানীয় জনতার হাতে ধরা পড়েন শুটার রিয়াজ। পরে গণধোলাইয়ের পর তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে