কাউখালীতে সড়কের দুই পাশে বিএনপির বৃক্ষরোপণ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০২ পিএম
কাউখালীতে সড়কের দুই পাশে বিএনপির বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী ৮ম চীন বাংলাদেশ মৈত্রী বেকুটিয়া সেতুর সড়কের দুই পাশে কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ ও  পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়। এ সময় শতাধিক কৃষ্ণচূড়া ও নিম গাছ রোপন করা হয়।

সকালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক। 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, সৈয়দ বাহাউদ্দিন পলিন, গিয়াস উদ্দিন অলি,  উপজেলা বিএনপি নেতা সায়েম উদ্দিন তালুকদার, শহীদ তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়েব সিদ্দিক সহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে