কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের মাসকলাই প্রণোদনা কর্মসূচির আওতায়, উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন চত্বরে চরাঞ্চলীয় ৯টি ইউনিয়নের ২০০ কৃষকের মাঝে এই সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এ সময় প্রত্যেক কৃষককে ৫ কেজি করে মাসকলাই বীজ, ৫ কেজি করে এমওপি সার ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়। বিতরণকালে আরও অনেকে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসাইন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুল আলম প্রমুখ।