নুরকে সুস্থ দেখানোর পরিকল্পনা চলছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৮ পিএম
নুরকে সুস্থ দেখানোর পরিকল্পনা চলছে: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি দাবি করেন, নুরের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক এবং তিনি সম্পূর্ণ সুস্থ নন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান এসব কথা জানান।

তিনি বলেন, নুরুল হক নুর এখনো হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন। তার নাক দিয়ে রক্ত পড়ছে, নাকের আকার আরও বেঁকে গেছে। মাথায় আঘাতের কারণে তিনি হাঁটতে পারছেন না এবং মুখও ঠিকভাবে খুলতে পারছেন না। এছাড়া চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে এবং দাঁতের মাড়িতে তীব্র ব্যথা অনুভব করছেন। তার ব্রেনে আঘাতজনিত সমস্যাও রয়ে গেছে, ফলে স্বাভাবিকভাবে কথাও বলতে পারছেন না।

সরকারের পক্ষ থেকে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগের কথা জানানো হলেও রাশেদ খান বলেন, তিনি এখনো প্লেনে ওঠার মতো অবস্থায় নেই। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সিঙ্গাপুরে চিকিৎসার দাবি জানানো হয়েছে। দলের সাধারণ সম্পাদক জানান, চিকিৎসকরা জানিয়েছেন নুরকে কিছুটা সুস্থ হলে এক সপ্তাহের মধ্যে বিদেশ নেওয়া হতে পারে।

তিনি অভিযোগ করেন, হাসপাতালের ভেতরে নুরের চিকিৎসা চলমান থাকলেও বাইরে প্রচার করা হচ্ছে তিনি সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু বাস্তবে তার অবস্থা আগের মতোই রয়েছে। “আমি নিজে একটু আগে তাকে দেখে এসেছি। নাক থেকে জমাট বাঁধা রক্ত বের হচ্ছিল। সঙ্গে সঙ্গে হাসপাতালে পরিচালককে বিষয়টি জানানো হয় এবং তিনি চিকিৎসকদের নির্দেশ দেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে,” বলেন রাশেদ খান।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, নুরুল হক নুরের ওপর হামলাটি তাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল। এই ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যা সরকারের জন্য লজ্জার বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, “নুরুল হকের ওপর হামলার ঘটনায় পুরো জাতি আজ একতাবদ্ধ। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেমন নিষিদ্ধ করা হয়েছে, তেমনি জাতীয় পার্টি ও ১৪ দলসহ যারা ফ্যাসিবাদের সহযোগী তাদেরও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আমরা মনে করি, স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া এ ধরনের ঘটনা ঘটতে পারে না। তাই তাকে অবশ্যই দায়িত্ব থেকে সরাতে হবে।”

তিনি আরও জানান, নুরকে সুস্থ দেখানোর পরিকল্পনা করে কোনো লাভ হবে না। এই হামলার বিচার করতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে