মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা আয়োজনে বড়দিন উদযাপন করেছে শুলপুর খ্রিস্টান সম্প্রদায়েরা। এ উপলক্ষে উপজেলার শুলপুর সাধু যোসেফ গীর্জাসহ গ্রামের ব্যাসা প্রতিষ্ঠান, বাড়িঘর ও অফিস বর্ণিল সাজে সজ্জিত করা হয়। মঙ্গলবার সন্ধায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাটিকানের রাষ্টদূত আর্চবিশপ কেভিন এস রেন্ডালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. সাইফুল ইসলাম। এসময় প্রধান অতিথিকে নাচে গানে বরণ করেন স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের শিশু শিশুরা। এরপর রাত আট টায় কেক কাটেন এই প্রধান অতিথি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধু যোসেফ গীর্জার ফাদার কমল কোরাইয়া, জেলা ডিএসবি'র এডিশনাল এসপি মো. কাজী হুমায়ুন রশিদ। এএসপি (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান প্রমুখ। বড়দিন উপলক্ষে শুলপুর খ্রিস্টান পল্লিতে ব্যাপক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ এবং র্যাব বাহিনী ও সাদা পোষাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। গতকাল বুধবার দুপুরে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে। খ্রিস্টান সম্প্রদায় এলাকাবাসীরা জানান, বড়দিন উদযাপন উপলক্ষে তারা আনন্দ, নাচ গান, পিঠা-পুলি খাওয়া, নতুন কাপর পরাসহ নানা ভাবে দিনটি উদযাপন করছেন। তারা আরো জানান, উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুরসহ তিনটি গ্রামে ৪ শত পরিবার বসবাস করে, তিনটি গ্প্রারাম মিলিয়ে প্রায় ৫ হাজার খ্রিস্টান সম্প্রদায়ের লোক এখানে বাস করে। সাধু যোসেফ গীর্জার ফাদার কমল কোরাইয়া বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল প্রাণি শান্তিতে বসবাস করুক এবং সকলের মঙ্গল কামণা করে প্রার্থনা করা হয়েছে।