বাগেরহাটের মোল্লাহাটে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া বিলে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়।অভিযান চলাকালে বিল থেকে মাছ ধ্বংসকারী ১৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে সেগুলো ডাঙ্গায় তুলে আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম / ধ্বংস করা হয়।
অভিযানে মোল্লাহাট থানা পুলিশের একটি টিম এবং প্রেসক্লাব মোল্লাহাটের সাংবাদিকবৃন্দ সহযোগিতা করেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ ও বিধ্বংসী এ ধরনের জাল ব্যবহারের কারণে প্রাকৃতিক মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। তাই ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।