সিলেট সীমান্তে ১ কোটি ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫১ পিএম
সিলেট সীমান্তে ১ কোটি ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য আটক করেছে। বৃহস্পতিবার (০৪ আগস্ট ২০২৫) বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, প্রতাপপুর, সংগ্রাম এবং ডিবিরহাওর বিওপির আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে ভারতীয় শাড়ি, সানগ্লাস, গরু, চকলেট, পুডিং পাউডার, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, চা-পাতা, চিনি এবং বাংলাদেশি শিং মাছসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়। আটককৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৫৮০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বিজিবি।

আপনার জেলার সংবাদ পড়তে