চাটমোহরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল শোভাযাত্রা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০২ পিএম | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ পিএম
চাটমোহরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে স্মরণকালের বর্ণাঢ্য ও বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে পৌর শহরের বালুচর খেলার মাঠ থেকে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মীর মূহুর্মূহু শ্লোগান আর বাদ্যযন্ত্রের তালে তালে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যানবাহন চলাচল নিয়ন্ত্রণে হিমশিম খান।   

শোভাযাত্রার আগে হাসাদুল ইসলাম হীরা বালুচর খেলার মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল,সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মওলা,সাবেক ইউপি চেয়ারম্যান নজির সরকার,সাবেক ইউপি চেয়ারম্যান আল মামুন,মজনুর রহমান,জাকির হোসেন,ডাঃ জিল্লুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে