শুধু রাজনৈতিক নয়, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করতে হবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২০ পিএম
শুধু রাজনৈতিক নয়, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করতে হবে: আমীর খসরু

দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, শুধু রাজনৈতিক গণতন্ত্রই যথেষ্ট নয়; দেশের অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দেশের প্রতিটি নাগরিককে উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার করে তোলা এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধায় সমানভাবে অংশগ্রহণ নিশ্চিত করাই মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে ‘জুলাই গণঅভ্যুত্থান ১ম বর্ষ: যুগপৎ আন্দোলন শরিক দল’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। খসরু বলেন, “বাংলাদেশে কোনো একক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে অর্থনীতি চালানো যাবে না। দেশের প্রত্যেক নাগরিককে এই অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে—চাকুরিজীবী, কারিগর, শিক্ষিত, নারী বা অবসরপ্রাপ্ত সবাই। এই অংশগ্রহণ নিশ্চিত হলে প্রত্যেক নাগরিক আয় করবে, ট্যাক্স দেবে এবং রাষ্ট্রের কাছে জবাবদিহি চাওয়া সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য নতুন প্রজন্মের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। অর্থনীতি সকলের জন্য হতে হবে। যারা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে না, তারা অগণতান্ত্রিক পথ অবলম্বন করছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

খসরু উল্লেখ করেন, গণতন্ত্রকে শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে। ধারাবাহিক ও সুষ্ঠু নির্বাচনকে ‘কারেকশন প্রসেস’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এটি জনগণের চিন্তার যথাযথ প্রতিফলন ঘটায়। নির্বাচনের বাইরে অন্য কোনো পথ অবলম্বন করলে তা দেশের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হবে।

তিনি একই সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোকে সহনশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ভিন্নমতের প্রতি সম্মান থাকা জরুরি। দেশের জনগণই মালিক, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। ২০২৪ সালের আন্দোলনের সাফল্য একক কোনো দলের নয়, এটি দেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল। গণতন্ত্রের জন্য যুদ্ধে যে লড়াই হয়েছে, তা নিশ্চিত করতে হবে।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের আশরাফ আলী আকন, আম জনতার দলের তারেক রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন সায়ান্থ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আলম এবং অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আবু বকর সিদ্দিকী।

আপনার জেলার সংবাদ পড়তে