বালিয়াকান্দিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি

এফএনএস (জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি) :
| আপডেট: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৫ পিএম | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩০ পিএম
বালিয়াকান্দিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি

রাজবাড়ী বালিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের আয়োজনে বালিয়াকান্দি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গন হতে র্যালীটি বের হয়ে চৌরঙ্গী মোড়ে শেষ হয়। পরে এখানে সংক্ষিপ্ত পথসভা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সভায় উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন। 

এ সময় বক্তব্য রাখেন রাজবাড়ী  রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাড কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ খান মিয়া প্রমূখ। ‎এসময় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে