আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসি এফ এর সহযোগিতায় কেয়ার প্রজেক্টের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠানের বাস্তবায়ন করে উত্তরণ। কমিটির সভাপতি ইউপি সদস্য রবিউল ইসলামের সভাপতিত্বে 'জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্য ঝুঁকি এবং তার প্রতিরোধ, প্রশমন ও আগাম সাড়াদান নিয়ে আলোচনা করেন, ফিল্ড অফিসার তানভীর রহমান (রাজ), কর্মী মহিমা খাতুন ও তৌফিক ওমর। অনুষ্ঠানে ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মহিলা মেম্বার দোলন খাতুন, শফিকুল ইসলাম, আবু সাঈদ, সালাম সরদার, আসাদুল ইসলাম, বিকাশ চন্দ্র বাছাড়, নাছিমা খাতুন, মহব্বত আলী, মিলন সরদার, আছাফুর রহমান, আয়ুব আলি ও মোঃ মুজিবুর রহমান।