গোমস্তাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৬ পিএম
গোমস্তাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিনের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শোভাযাত্রা ও  পথসভার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি

রহনপুর এবি মাঠ থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে  রহনপুর পুরাতন বাজার নিমতলায় পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এতে বক্তব্য দেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানি জজ,, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ,সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে