ত্রয়োদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনের চূড়ান্ত সীমানা ঘোষণা ইসির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৫ পিএম
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ৩০০ আসনের চূড়ান্ত সীমানা ঘোষণা ইসির

নির্বাচনকে স্বচ্ছ ও সমতামূলক করার জন্য জাতীয় সংসদের ৩০০ নির্বাচনী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর মাধ্যমে ২০২১ সালের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন অনুযায়ী প্রাথমিক তালিকায় প্রাপ্ত আপত্তি, সুপারিশ ও মতামত পর্যালোচনা করে চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ জুলাই ২০২৫/১৫ শ্রাবণ ১৪৩২ মূলে প্রকাশিত প্রাথমিক তালিকার ওপর প্রাপ্ত দাবি-আপত্তি ও সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে। এতে নির্বাচনী এলাকার সীমানা সমতা বজায় রেখে জাতীয় সংসদের সব ৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হয়েছে।

তফসিল অনুযায়ী, গাজীপুর জেলায় একটি আসন বৃদ্ধি করে পাঁচ থেকে ছয় করা হয়েছে, আর বাগেরহাটে একটি আসন কমিয়ে চার থেকে তিন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সরাইল ও আশুগঞ্জ উপজেলার সঙ্গে বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন যুক্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে সদর উপজেলা এবং বিজয়নগর উপজেলার ইছাপুর, চম্পকনগর, পত্তন দক্ষিণ সিংগারবিল, বিষ্ণুপুর, চর ইসলামপুর, পাহাড়পুর ও হরষপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে ৩০ জুলাই ২০২৫-এ প্রকাশিত খসড়া তালিকায় মোট ৩৯টি আসনে পরিবর্তন প্রস্তাব করা হয়েছিল। এগুলো হলো: পঞ্চগড় ১ ও ২, রংপুর ৩, সিরাজগঞ্জ ১ ও ২, সাতক্ষীরা ৩ ও ৪, শরিয়তপুর ২ ও ৩, ঢাকা ২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর ১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫, সিলেট ১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩, কুমিল্লা ১, ২, ১০ ও ১১, নোয়াখালী ১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম ৭ ও ৮ এবং বাগেরহাট ২ ও ৩।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী রোববার (৭ সেপ্টেম্বর) চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ হতে পারে। ভোটার সমতার প্রয়োজনে আসন পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় জনসংখ্যা ও প্রশাসনিক সীমারেখার ভিত্তিতেই এসব সংশোধন আনা হয়েছে।

এবারের চূড়ান্ত তালিকা ঘোষণার পর নির্বাচন কমিশন আশা করছে, প্রার্থী ও দলের পক্ষ থেকে যথাযথ প্রস্তুতি নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে