পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকুরী ও জমির তিনগুন মূল্য পরিশোধসহ আট দফা দাবি

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৮ পিএম
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকুরী ও জমির তিনগুন মূল্য পরিশোধসহ আট দফা দাবি

“আমরা চাকুরী চাই,  জমির তিনগুন মূল্য চাই“ এ দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অধিগ্রহণে জমি হারানো ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। 

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও শিক্ষিত বেকার যুব সমাজের  আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও আন্দোলনের সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তরসহ এলাকার লোকজন বলেন, গত এক বছর ধরে আট দফা দাবিতে তারা আন্দোলন করছেন। কিন্তু তাদের কোন দাবি না মেনে উল্টো নিরীহ  গ্রামবাসীদের হয়রানি করছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। তাদের মামলা দিয়ে হয়রানি করছে। অথচ জমি অধিগ্রহণ করার সময় প্রতি পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজনকে চাকুরি, জমির তিনগুণ মূল্য পরিশোধ করার কথা ছিলো। কিন্তু বিগত স্বৈরাচার আমলের নিয়োগকৃত কর্মকর্তারা তাদের ওয়াদা পূরণ না করে উল্টো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে হয়রানি করছে। তাই জরুরী ভিত্তিতে বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণসহ ক্ষতিগ্রস্ত পরিবারের আট দফা দাবি মানা না হলে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা আল্টিমেটাম দেন। 

আপনার জেলার সংবাদ পড়তে