বাঘায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : : | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৭ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
বাঘায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাজশাহীর বাঘায় সুবিধা বঞ্চিত নিম্ন আয়ের খেটে খাওয়া শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) সন্ধ্যায় উপজেলার সরেরহাট কল্যাণী শিশু সদন, বৃদ্ধাশ্রম ও এতিম খানা এবং  আড়ানী গুচ্ছ গ্রামের নিম্ন আয়ের মানুষদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি পৃথকভাবে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে ২৫০ জনের মাঝে কম্বল বিতরণ করেন।  এ বিষয়ে সরেরহাট কল্যাণী শিশু সদন ও বৃদ্ধাশ্রমের পরিচালক খাদিজা বেওয়া বলেন, আমার প্রতিষ্ঠানে এতিম ও বৃদ্ধদের কম-বেশী  প্রতি বছর শীত মৌসুমে সরকারীভাবে কম্বল দেন।  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, নিম্ন আয়ের মানুষ এই প্রচন্ড শীতে কিছুটা উষ্ণতা পায় এ জন্য কম্বল বিতরণ করা হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুর কম্বর বিতরণের সময়ে সাথে ছিলেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে