বাজিতপুরে ২৫০ মিটার পৌর কবরস্থানের রাস্তা উদ্ভোধন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৮ পিএম | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৭ পিএম
বাজিতপুরে ২৫০ মিটার পৌর কবরস্থানের রাস্তা উদ্ভোধন

কিশোগঞ্জের বাজিতপুর পৌর শহরের মিরারবন্দ এলাকার পৌর কবরস্থানের ২৫০ মিটার রাস্তা আজ শুক্রবার ২টার দিকে উদ্ভোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, বাজিতপুরে এসময়ে পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়নের জন্য তিনি শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের আমলে ছোট ছোট উন্নয়নসহ রাস্তাঘাট, গ্রামীণ অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন ধারাবাহিকতাভাবে চলছে বলে উল্লেখ করেন। এসময় উপস্থিত ছিলেন বাজিতপুর-নিকলী-৫ আসনের জামায়াতের চূড়ান্ত প্রার্থী জেলা আমির ও মজলিশের সোরা সদস্য অধ্যাপক রমজান আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, উপজেলা আমির মোঃ ইয়াকুত আলী, পৌর জামায়াতের সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ ও সাংবাদিক শামসুল আলম সেলিম। 

আপনার জেলার সংবাদ পড়তে