বিএনপি'র নামে একটি ফেকই আইডিতে "খুলনা-৬ মুক্তিপাক রফিক ভাই জিন্দাবাদ" প্রশংসা করে জেলা-উপজেলা বিএনপি'র নেতাদের কটুক্তি ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি খুলনা-৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক পাইকগাছার কপিলমুনি কাজিমুছাস্থ তার নিজস্ব বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। বিএনপি'র নামে ফেকই আইডি'র বিরুদ্ধে স্বোচ্ছার ও আইনি পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, দুঃসময়ে শেখ হাসিনা' সরকারের পতন আন্দোলনে দলীয় নেতা-কর্মীরা কম-বেশি ভূমিকা রেখেছেন। এখন আমাদের সতর্ক থাকতে হবে। তিনি আরোও বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পুর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার প্রশংসা করে দলীয় সিনিয়র নেতাদের নামে কটুক্তি বা অপপ্রচার ছড়িয়ে কেউ কেউ ফাঁয়দা লুটতে চাইছে। রফিকুর ইসলাম অভিযোগ করেন এ চক্রটি মূলত ফেকই আইডি খুলে আমার প্রশংসা করে ক্ষতি করার চেষ্টা করছেন। তিনি বলেন, আমরা যারা দলীয় মনোনয়নের চেষ্টা করে রাজনৈতিক কর্মকান্ড বা মাঠ-প্রান্তরে লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছি কিন্তু দিন শেষে বিএনপি যাকে মনোনয়ন দিবে তার পিছনে সবাই কে কাজ করতে হবে। সর্বশেষ তিনি বলেন দলীয় মনোনয়ন পাই আর না পাই পাইকগাছা-কয়রার উন্নয়নে ভূমিকা রাখব ও অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার ঘোষণা দেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন অ্যাড. দীপঙ্কর কুমার সাহা, অ্যাড. সরোয়ার মাহমুদ ওশহীদুল জোয়াদ্দার প্রমূখ।