সড়কের পাশে তালবীজ রোপণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৩ পিএম
সড়কের পাশে তালবীজ রোপণ

“বেশি করে তাল গাছ লাগাই, বজ্রপাতে প্রাণহানী কমাই” শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা কেতনার বিল গণহত্যা স্মৃতিসৌধ সড়কের দুইপাশে তালবীজ রোপণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও বরিশাল অমৃত লাল দে কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল মজুমদারের উদ্যোগে তালবীজ রোপণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী উন্নয় সংস্থা এইড-এর নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, সিপিবি’র গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মনোজ কুমার গোমস্তা, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সেলিম, সদস্য কৃষ্ণ কান্ত মুন্সি, ছাত্র প্রতিনিধি সাদিয়া আক্তার, সমাজ সেবক রাজেন্দ্র নাথ পাত্র প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে