হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ভারতীয় সিমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায়পনে ৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করেছে।শুক্রবার বিকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গত ২৪ ঘন্টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যে ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এবং মৌলভী বাজারের শ্রীমঙ্গল উপজেলায় কুঞ্জবন এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান এবং দুলাল মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ৭ লক্ষ টাকা মুল্যের ৪৩৭ বোতল ভারতীয় উদ্ধার করে। এ ব্যাপারে চুনারুঘাট এবং শ্রীমঙ্গল থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
৫৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তানজিলুর রহমান জানান বিজিবি দেশের সীমান্ত সুরক্ষা ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।