অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পারিবারিক সফরে এসে বগুড়ার দুপচাচিয়া উপজেলার মর্তুজাপুর গ্রামে শ্বশুরের কবর জিয়ারত করতে যান। শুক্রবার দুপুর ১২টা ৫২ মিনিটে হেলিকপ্টারযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামেন তিনি।
সরেজমিনে দেখা যায়, হেলিকপ্টার থেকে নেমে তিনি জয়পুরহাট-ঘ ১১-০০৩২ নম্বরের একটি সরকারি গাড়ি নিয়ে দুপুর ১টা ৩ মিনিটে বগুড়ার দুপচাচিয়া উপজেলার মর্তুজাপুর সিদ্দিকীয়া দারুল হেদায়েত খাল্কা শরীফে পৌঁছান। সেখানে জুমার নামাজ আদায় শেষে তাঁর শ্বশুর জয়পুরহাট-২ আনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।
পরে দুপুর ১টা ৫০ মিনিটে তিনি আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর হিমাগার লিমিটেডে মধ্যাহ্নভোজ করেন। উপদেষ্টা বিকেল ৫টা পর্যন্ত ওই হিমাগারে অবস্থান করার পর ৫টা ১২ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
যুগান্তর সফরের বিষয়ে প্রশ্ন করলে শেখ বশিরউদ্দীন কোনো মন্তব্য করেননি। তবে হেলিকপ্টারে ওঠার সময় তিনি বলেন, ২০ বছর পর শ্বশুরবাড়ি আসা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি প্রয়াত মোহাম্মদ আবদুর রাজ্জাক আকন্দের মেয়ের জামাই হচ্ছেন বর্তমান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।