কাহারোলে সার্ভার জটিলতায় নামজারি খাজনা বন্ধ

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : : | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০২:২৪ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
কাহারোলে সার্ভার জটিলতায় নামজারি খাজনা বন্ধ

দিনাজপুরের কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রায় ১মাস ধরে নামজারি হচ্ছে না। এতে উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসে দলিল হচ্ছে না। বিভিন্ন এলাকা থেকে গ্রাহকরা ভূমি অফিসে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।  রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। দেশে ভূমি মন্ত্রণালয়ের সার্ভারের মাধ্যমে ২০১৯ সাল থেকে নামজারি ও ২০২২ সাল থেকে খাজনা আদায়ের অন-লাইন ভিত্তিক কার্যক্রম চালু হয়। এই মন্ত্রণালয়ে সার্ভার সময়োপযোগী করতে ‘ভূমি সেবা বাতায়ন’ নামে আরেকটি সার্ভার চালুর কার্যক্রম চলছে। এই কারণে ২৬ নভেম্বর সন্ধ্যায় আগের সার্ভার বন্ধ করে দেওয়া হয়। এতে কাহারোলে অন-লাইনে ভূমির নামজারি ও খাজনা আদায় বন্ধ হয়ে গেছে। গত ১ মাসে সহকারী কমিশনার (ভূমি) অফিস ৬ টি ইউনিয়ন ভূমি অফিসে একটিও নামজারি হয়নি। উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসে জমি রেজিষ্ট্রি বা নিবন্ধন ৫০ থেকে ৬০ শতাংশ কমে গেছে। এতে জমি নিবন্ধনের সঙ্গে ৫৮ জন দলিল লেখক ও ২০ জন নকল নবিশের আয়ে টান পড়েছে। ভূক্তভোগীরা জানান, ভূমি নিবন্ধন করতে দুটি জিনিস আবশ্যক। একটি কর বা খাজনা দেওয়ার রশিদ বা ডিসিআর ও নামজারী করা। অন-লাইনে জটিলতার কারণে নামজারি বা ভূমিকর দেওয়া যাচ্ছে না। আগের মাসে উপজেলায় ২০০ থেকে ৩০০ নামজারি হলেও ১ মাস থেকে তা বন্ধ রয়েছে। কাহারোল উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিষ্ট্রার অশোক কুমার বশাক বলেন, খাজনা না থাকার কারণে জমি রেজিষ্ট্রি অনেকটা কমে গেছে। কাহারোল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দীন বলেন, সার্ভারের কাজ শেষ হলেই নামজারি, ভূমিকর আদায় ও নিবন্ধনের কাজ স্বাভাবিক হয়ে আসবে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে