গাজীপুর-৪, কাপাসিয়া সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ শুক্রবার নিজ নির্বাচনী এলাকায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন। কাপাসিয়া উপজেলা সদরের জামিরার চর, ঘাগটিয়া ও বারিষাব এলাকার গিয়াসপুর, ডাওরা বানারহাওলা ও নরসিংপুর লোহাদী বাজারে গণসংযোগ, কর্মীসভা ও প্রচার পত্র বিতরণ করেন। এছাড়া গত বুধবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণ করে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে মারা যাওয়া দলীয় কর্মী আব্দুল মজিদের পরিবারকে শান্তনা দিতে তাঁর বাড়িতে যান।
পরে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের আর্থিক ভাবে সহায়তা করেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে শাহ রিয়াজুল হান্নানের সাথে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির, বারিষাব ইউনিয়ন বিএনপি নেতা প্রভাষক আব্দুর রাজ্জাক, ইকবাল হোসেন, যুবদল নেতা জামাল উদ্দিন, বুলবুল, দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান, বেলায়েত হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ। গণসংযোগে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।
এসময় ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান তাঁর পিতা প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্'র অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকান্ডের বাস্তবায়নের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রার্থনা করেন। তিনি নির্বাচিত হলে এলাকায় পরিবেশ বান্ধব কলকারখানা স্থাপন, যুব সমাজের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন, নারীদের ন্যায্যতা আদায় সহ সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।