কাহারোলে আমন ধানের বিস্তীর্ণ মাঠে সবুজের সমারোহ

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) :
| আপডেট: ৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৫ পিএম | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৫ পিএম
কাহারোলে আমন ধানের বিস্তীর্ণ মাঠে সবুজের সমারোহ

দিনাজপুরের কাহারোল উপজেলায় ৬টি ইউনিয়নে বিস্তীর্ণ মাঠ এখন সবুজের সমারোহ। চোখে পড়ে বাতাসে ঢেউ খেলছে আমন ধানের সবুজ পাতা। এই দৃশ্য দেখে কৃষকের মনে জেগেছে বাম্পার ফলনের স্বপ্ন। এবারে মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় এবং কৃষকের নিবীড় পরিচর্যা সময় মত সার প্রয়োগ ও কীটনাশক প্রয়োগের কারণে ফলনের ব্যাপারে আশাবাদি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কাহারোল উপজেলা কৃষি অফিস জানায় চলতি আমন মৌসুমে ৬টি ইউনিয়নে এবার ১৫ হাজার ৩ শত ৪০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে উন্নত জাতের ধানও চাষ করা হয়েছে। ইতিমধ্যে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে বলে কৃষি বিভাগ জানায়। কৃষিবিভাগ আরো জানায়, চলতি আমন মৌসুমে ২৯০০ জন কৃষকের মাঝে উন্নত আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগাম জাতের কিছু কিছু জমিতে ধানের শীষ বের হচ্ছে। অল্পকিছুদিনের মধ্যে ধানগুলো ধীরে ধীরে তার সোনালী রুপে ঝলমল করবে। তখন মাঠ ভরা ধান কেটে কৃষকের গোলায় উঠবে। উপজেলার কৃষকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমন ধানের জমিতে নিড়ানি দিচ্ছেন, আবার কেউ সার, কীটনাশক প্রয়োগ করছে। অনেকে পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পাচিং এর কাজে ব্যস্ত। উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা ওবাইদুর বলেন, কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন প্রতিটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ। এ ব্যাপারে কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মল্লিকা রাণী সেহানবীস বলেন, উপজেলায় ১৫ হাজার ৩ শত ৪০ হেক্টর জমিতে আমন ধানের চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। তিনি আরো বলেন, কৃষি বিভাগ কৃষকদের সার্বিক সহযোগীতা করছেন সংশ্লিষ্ট উপসহকারী কৃষিকর্মকর্তাগণ।

আপনার জেলার সংবাদ পড়তে