খাগড়াছড়িতে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস

এফএনএস (মোবারক হোসেন; লক্ষ্ণীছড়ি, খাগড়াছড়ি) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১২ পিএম
খাগড়াছড়িতে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা শহরে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর শনিবার সকালে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। তিনি আনুষ্ঠানিকভাবে জশনে জুলুসের উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়। জশনে জুলুসে আহলে সুন্নাত ওয়াল জামাত খাগড়াছড়ি আহ্বায়ক কমিটির সভাপতি আবু তাহের আনসারী, সেক্রেটারি মো. সাজ্জাদ মাহমুদ, খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সালাউদ্দিন আল কাদেরী এবং আলহাজ্ব মাওলানা মুফতি আব্দুন নবী হক্কানীসহ স্থানীয় আলেম-উলামারা উপস্থিত ছিলেন।

মাহে রবিউল আউয়ালকে ঘিরে আয়োজিত এ জশনে জুলুসে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মানুষ। নানা বয়সের মানুষ, শিশু থেকে প্রবীণ পর্যন— সবাই হাতে নেয় ব্যানার, ফেস্টুন, পতাকা ও ধর্মীয় শ্লোগান। ফলে গোটা শহর উৎসবমুখর হয়ে ওঠে। আলোচনা সভায় বক্তারা পবিত্র নবীজীর (সা.) জীবনী, মানবতার কল্যাণে তাঁর দিকনির্দেশনা এবং শিক্ষাকে দৈনন্দিন জীবনে ধারণ করার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে