নীলফামারীর কিশোরগঞ্জে চাড়ালকাটা নদীর বালু পাচারের দায়ে ৩জন বালু কারবারির ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও প্রীতম সাহা শনিবার দুপুরে ১ জনের ও শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে ২ জনের বিরুদ্ধে এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিতরা হলেন, নিতাই গাংবের এলাকার মন্সুরের ছেলে বদারুর ১ লাখ ৫০ হাজার, বাহাগিলী ডাঙ্গাপাড়া এলাকার সৈয়দের ছেলে হামিদুল ও সিদ্দিকের ছেলে শাহাজানের ৫০ হাজার করে টাকা অর্থদন্ড করা হয়। ভ্রম্যমাণ আদালতের পেশকার আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।