জামায়াতে ইসলামীর বিশেষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১৯ পিএম
জামায়াতে ইসলামীর বিশেষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশেষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাকিমপুর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আমীর আমিনুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা মজলিসের সদস্য ও সাবেক দিনাজপুর জেলা আমীর আবতাব উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সুরা মজলিসের সদস্য ও দিনাজপুর জেলা আমীর আনারুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক এবং সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম। সম্মেলনে স্থানীয় ও জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে