গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্জাদায় মহা পবিত্র ঈদে মিলাদুন নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদ চত্বরে আলোচনা, মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জসনে জুলুস বের করা হয়। জশনে জুলুসটি ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক সহ কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
সুফী পীর মাশায়েখ সংগঠন ও আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন নবী (সাঃ) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলীম অভি বৈরাবরী।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুর্শিদ নগর পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে তরিকত হযরত মাওলানা আব্দুল হাকিম জিহাদী মোজাদ্দেদী। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন,সৈয়দ আবু নাসের,কুন্দাঘাটা দরবারের পীর মাওলানা আবু তায়েব মৃধা,শাহ আশেক মুর্শেদ সুজন ওয়ায়েছি, কুতুবদিয়া দরবারের পীর ফকির শাহ মোহাম্মদ আজিজুর রহমান আজিজ,ভুলোয়া দরবারের পীর সৈয়দ মাসুদুল করীম,পীরজাদা নাহিদ আল জিহাদি মোজাদ্দেদী, মাওলানা আবু বকর,ভক্তের মিলনঘরের সাধারণ সম্পাদক শেখ মালেক,আরিফ চিশতি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রীয় আলমগীর, সহ বিভিন্ন দরবারের পীর মাশায়েখ, সাধক ও তরিকত অনুশারীরা।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ অনুসরণ করে বিশ্বে শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে সবাইকে আহ্বান
পরে রান্নাঘর রেস্টুরেন্টেরে আয়োজনে তবারক বিতরন করা হয়।