শৈলকুপায় ডোবার পানিতে মিলল বৃদ্ধের মরদেহ

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম
শৈলকুপায় ডোবার পানিতে মিলল বৃদ্ধের মরদেহ

শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকূপার চড়িয়ার বিল মহাসড়কের ১৭ মাইল নামক স্থানে একটি ডোবার পানিতে ডুবন্ত অবস্থায় মশিউর রহমান  রুজু মিয়া ওরফে শুটকো(৮১) নামের এক ব্যক্তির মরদেহ  উদ্ধার করেছে স্থানীয়রা।  সে পদমদী গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে মশিউর রহমান মানসিক ভারসাম্যহীন অবস্থায় পূজায় বাড়ি থেকে বের হয়ে চলে যেত।বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে চলে গেলে তাকে আর কোথায় খুঁজে পাওয়া যায়নি। আজ শনিবার১৭ মাইল নামক স্থানে একটি ডোবার মধ্য থেকে তার মরদেহ  উদ্ধার করে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শী শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি জানান দুপুরে ধানের জমিতে কাজ করে বাড়ি আসার সময় ডোবার ভিতর একটি মরদহ  দেখা যায়। পরে মরদেহ টি উদ্ধার করা হয়। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান প্রথমদি গ্রামের মশিউর রহমান নামের এক  মানসিক ভারসাম্যহীন  ব্যক্তির লাশ ডোবা থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। পারিবারিকভাবে কোন বাধা না থাকায় পরিবারের সদস্যদের কাছে  লাশ হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে