দৌলতপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৩ পিএম
দৌলতপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় ১২ই রবিউল আওয়াল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও মৃত্যু বার্ষিকী ও তাঁর জীবনী নিয়ে বিশদ আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জাতীর ইমাম সমিতি দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও বাইতুল নূর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ বেলাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ জয়নাল আবেদীন, মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মোঃ সানাউল্লাহ সেন্টু, সাংবাদিক, দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম শাহীন), দৈনিক আজকালের খবর প্রতিনিধিঃমোঃ আব্দুল আলীম সাচ্চু, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার দৌলতপুর প্রতিনিধি মোঃ আহাদ আলী নয়ন, ছাত্র প্রতিনিধি পিয়াস আহমেদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমামগন, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতি দৌলতপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি মওলানা মোঃ আব্দুর রহমান। শেষে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে