পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরি উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান,সদর উপজেলার নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, বাংলাদেশ ইসলামিক ফাউণ্ডেশনের সহকারী পরিচালক শরীফ সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক রমজান আলী,ওইতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি মাও.আবুল খায়ের মো: সাইফুল্লাহ, জেলা ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু সাঈদ। ইফার উপপরিচালক মোহাম্মদ মহসিন খানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ডক্টর মাও. কামরুল হাসান। ইফার হিসাব রক্ষক ও সদর উপজেলার সুপার ভাইজার মো.শফিকুল আলম সারওয়ারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুপার ভাইজার আবু সাঈদ, হাফেজ মাও একেএম মস্তোফা কামাল,মাস্টার ট্রেইনার মাও. ওমর ফারুক, মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাসুম বিল্লাহ, হাফেজ মাও হুমায়ুন কবির, কেয়ারটেকার মাও খন্দকার সাদেকুজ্জামান, মাও মাহতাবউদ্দিন, মাও আব্বাস আলী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ম উশিক শিক্ষক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাও এমরুল হাসান,সাধারণ সম্পাদক মাও মো. আমিনুল হকসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ইমাম ও উলামায়ে কেরামরগণ। আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবন ও আদর্শের প্রতি আলোকপাত করেন বক্তারা। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাও আব্দুল মতিন। পরিশেষে ইফার শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মাসিক সমন্বয় সভার মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘটে।