চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে তালিকাভুক্ত ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান। গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন-উপজেলার বালুরচর এলাকার খোকন হোসেন (৪০), গোলাম হোসেন (৪৩), মো. নিয়ামত (৭০) রাজিব (২৩), মোঃ আক্তার (৫০) ও ওয়ালী উল্লাহ (৪০)। প্রাপ্ত তথ্যে জানাগেছে, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর দিনগত রাতে ওই এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় এই ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম গাঁজা, দুটি গাঁজা সেবনকারী ফিল্টার, দুটি লাইটার ও দুটি গাঁজা কাটার মেশিন। অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গেল বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাধক কারবারি, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।