মেহেরপুরে অস্ত্র সহ তিনজন গ্রেফতার

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪২ পিএম
মেহেরপুরে অস্ত্র সহ তিনজন গ্রেফতার

মেহেরপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি ও  গাঁজাসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়পাড়ার আব্দুর রশিদের ছেলে আকাশ ওরফে শাকিল (২৬), বোসপাড়ার জসীম উদ্দীনের ছেলে সজিব (২৭) এবং হালদারপাড়ার হামিদুর শেখের ছেলে রায়হান (৩৬)। যৌথবাহিনীর সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি  টিম অভিযান চালিয়ে  তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি নকল পিস্তল, তিনটি ওয়াকিটকি সেট ও চার্জার, মাদকদ্রব্য এবং মাদক ব্যবহারের সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং জব্দকৃত মালামাল র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব পরবর্তীতে মেহেরপুর থানায় তাদের হস্তান্তর করেছে।  গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন।

আপনার জেলার সংবাদ পড়তে