ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভা উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আব্দুল্লাহ আল-আরমান।
শুক্রবার (৫-সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের দমন-পীড়ন ও গায়ের জোরে ক্ষমতায় থাকার দিন শেষ। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।”
রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলেরস দস্য সচিব মো. রুবেল চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।
এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল, যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইদ্রিস আলী, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস ও সদস্য সচিব মো. নয়ন আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী ও সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম।