হাড়ি, পাতিল ও রাজহাসঁ চুরির অপরাধে দুই বন্ধু একজনকে ২ মাস, আরেক বন্ধুকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ড পাওয়া দুই বন্ধুর নাম জুয়েল শেখ (৪৮) ও ফয়সাল আলী (৪৬)। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১০টায় উপজেলার হাবড়া ইউনিয়নের রসুরপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় দুই বন্ধু জুয়েল শেখ কে দুই মাস ও ফয়সাল আলীকে এক মাসের বিনাশ্রম এ সাজা দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন। দন্ডপ্রাপ্তরা হলেন, পার্বতীপুর শহরের রিয়াজনগর মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে জুয়েল শেখ ও ফুলবাড়ী উপজেলার পূর্ব কাটাঁবাড়ী এলাকার আজগর আলীর ছেলে ফয়সাল আলী।
পার্বতীপুরের ভবানীপুর তদন্ত কেন্দ্রের (আইসি) মো: নজরুল ইসলাম জানান, সম্পর্কে তারা দুই বন্ধু। দু’জনেই নেশাগ্রস্ত। একজনের বাড়ী পার্বতীপুর, আরেক জনের বাড়ী পাশ্ববর্তী ফুলবাড়ী উপজেলায়। দুই বন্ধু মিলে শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের রসুলপুর এলাকার জনৈক ব্যক্তি বাড়ীতে থেকে হাড়ি, পাতিল ও ৩টা রাজহাঁস চুরির চেষ্টা করেন। এসময় পার্বতীপুরের ভবানীপুর তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ভ্যানগাড়ীর গতিবিধি সন্দেহ হাবড়া বাজারে তাদের আটক করেন।
এব্যাপারে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন বলেন, ভবানীপুর তদন্ত কেন্দ্র পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে আটক দুই জনকে সাজা দেয়া হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে জুয়েল শেখ কে দুই মাস ও ফয়সাল আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।