দিঘলিয়ায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৪ পিএম
দিঘলিয়ায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাতে উপজেলার সেনহাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সেনহাটি গ্রামের বেঁদেপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম আল আমিন মোল্লা (৩৫)। সে ওই গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, আল আমিন মোল্লা দিঘলিয়া থানায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলা নং-৪, তারিখ ০৭/০৫/ ২০১৯ ইং। জিআর নং-৪৯/২০১৯।

যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আতিকুল ইসলাম এবং দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন। তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি বিশেষ চৌকস দল অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং রবিবার আদালতে হাজির করা হবে।

এ বিষয়ে দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন বলেন, "আইনের বাইরে কেউ নয়। পলাতক আসামিদের আইনের আওতায় আনতে আমাদের নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় এজাহারভুক্ত হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।"

স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রেফতার হওয়া আল আমিন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার বাইরে অবস্থান করছিল। সম্প্রতি সে গোপনে বাড়িতে ফিরেছে-এমন খবরে এলাকায় আলোচনা শুরু হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।

প্রসঙ্গত, ২০১৯ সালের মে মাসে সংঘটিত এক হত্যাকাণ্ডে তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, আসামিকে গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী উক্ত আল আমিন মোল্লাকে গ্রেফতারে যৌথ বাহিনীর প্রশংসা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে