মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে জাল নোট সহ আমিরুল ইসলাম খোকন(৪৪) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-৩ গাংনী।রোববার মধ্যরাতে উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া আবাসনের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আমিরুল ইসলাম খোকন গাংনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের মো: নিজাম উদ্দিনের ছেলে।রোববার সকাল পৌনে দশটায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২, সিপিসি-৩ গাংনী।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভাটপাড়া গ্রামে আমিরুল ইসলাম খোকন জাল টাকার নোট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনীর র্যাব-১২ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।এ সময় তার বাড়ি তল্লাশি করে ১০০০ (এক হাজার) টাকা মূল্যমানের ৪২টি জাল নোটসহ মোট ৪২,০০০ (বিয়াল্লশি হাজার) জাল টাকা উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আমিরুল ইসলাম খোকন দীর্ঘদিন যাবৎ জাল টাকা তৈরী চক্রের সাথে সরাসরি জড়িত থেকে বিভিন্ন স্থান হইতে জাল টাকা সংগ্রহপূর্বক ক্রয় বিক্রয় করে থাকে।গ্রেফতারকৃত আসামী আমিরুল ইসলাম খোকনকে বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গাংনী থানা হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ওসি তদন্ত আল মামুন জানান,জাল টাকার নোট সহ একজনকে আটক করে র্যাব গাংনী থানায় হস্তান্তর করেছে।আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।