শেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫৮ পিএম
শেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভা

সারাদেশের ন্যায় শেরপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ত শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মোহাইমোনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দীক আহমদ ও মাইসাহেবা জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা মো. মুতাসিম বিল্লাহ। এ সময় জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণসহ জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম-মোয়াজ্জিনগণসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে